Sujan Chakraborty on CM : ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, রিজওয়ানুরের বাড়িতে যাওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের - Sujan Chakraborty on CM

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 4, 2022, 11:04 AM IST

রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে সোজা নিহত রিজওয়ানুর রহমানের বাড়িতে তাঁর মায়ের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী ৷ যা নিয়ে এ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Damage Control, says Sujan Chakraborty on Mamata Banerjee's Visit to Rizwanur Rahman's House) ৷ বললেন, ‘‘ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছিলেন ৷’’ রিজওয়ানুর রহমানের মায়ের সঙ্গে মমতার দেখা করা নিয়ে বাম নেতা অভিযোগ করেন, গত এগারো বছর ধরে মৃত্যুর রহস্য উন্মোচন হয়নি ৷ বরং সেই ঘটনায় অভিযুক্তরা ক্ষমতার অলিন্দে রয়েছেন ৷ সুজনের দাবি, অভিযুক্তদের অধিকাংশই মুখ্যমন্ত্রীর স্নেহধন্য ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে টলে গিয়ে, ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তিনি ৷ পাশাপাশি, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটের রিপোর্ট কেন দেড় মাস পরে জমা পড়ল, সেই নিয়েও প্রশ্ন তোলেন সুজন ৷ অভিযোগ করেন, যে পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কোনও তদন্তই সরকার করেনি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.