Daker Saaj: মহিলা শিল্পীর হাত ধরেই কৃষ্ণনগরের ডাকের মুকুট রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপে - daker Saaj of Krishnanagar in various puja mandaps
🎬 Watch Now: Feature Video
মহিলা শিল্পীর হাত ধরেই কৃষ্ণনগরের ডাকের মুকুট রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপে (Daker Saaj)। বাবার দেখানো পথেই এগিয়ে চলেছে আবৃতি বাগচি । গত দুই বছর করোনাকালে তেমনভাবে অর্ডার না-হলেও এবার কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্গার মাথার মুকুটের অর্ডার এসেছে প্রয়াত আশিস বাগচীর কারখানায় । এবারেও 8 ফুটের সবথেকে বড় মুকুট তৈরি হচ্ছে রানাঘাটের একটি দুর্গা প্রতিমার জন্য । প্রখ্যাত ডাক শিল্পী আশিস বাগচী বেঁচে নেই ৷ কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে তাঁর মুকুটের চাহিদা রয়েছে বলেই জানালেন আবৃতি । এই বছর অর্ডার বেশি আসার কারণে কিছুটা লাভের আশা দেখছেন তাঁরা । তাঁদের দাবি, এইরকম অর্ডার থাকলে আগামিদিনে হয়তো এই ডাক শিল্প আরও ভালোভাবে মানুষের সামনে তুলে ধরা যাবে ৷