Cyclone Asani : অশনি মোকাবিলায় প্রস্তুত তটরক্ষী বাহিনী, চলছে মহড়া
🎬 Watch Now: Feature Video
আবহাওয়া অফিস বলছে বঙ্গে সেভাবে আঘাত হানতে পারবে না ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) ৷ কিন্তু তবুও সবরকমভাবে প্রস্তুত থাকছে উপকূলরক্ষী বাহিনী (Coast Guard is ready to deal with Asani Cyclone)৷ লাগাতার চলছে কুইক রেসপন্স টিমের মহড়া । জনগণকে সচেতন করতে চলছে মাইকিং । বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলি প্রস্তুত রাখার পাশাপাশি ত্রাণ মজুত করা হয়েছে । দিঘা-সহ উপকূলীয় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন । জেলা এবং ব্লকগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে । হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনী সোমবার সকাল থেকে সমুদ্রে মাইকিং শুরু করেছে । মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে । হলদিয়ায় তটরক্ষী বাহিনীর মহড়া চলছে । ঝড়ে মোকাবিলায় বাহিনীর 4টি হোভারক্রাফ্ট, 2টি উদ্ধারকারী জাহাজ হলদিয়ায় এবং 2টি এয়ারক্রাফ্ট কলকাতায় প্রস্তুত রাখা হয়েছে ।
TAGGED:
Cyclone Asani