BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে রণক্ষেত্র সাঁতরাগাছি, পড়ল বোমা - সাঁতরাগাছিতে বোমাবাজি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 13, 2022, 4:25 PM IST

বিজেপি'র নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি ৷ সৌমিত্র খাঁ'র নেতৃত্বে দুপুর দেড়টা নাগাদ সাঁতরাগাছি স্টেশন চত্বর পেরিয়ে নবান্ন অভিমুখে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ ৷ আগে থেকেই সেখানে করা হয়েছিল ব্যারিকেড ৷ রাখা ছিল জলকামান, বজ্র ৷ মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী ৷ মিছিল থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ ৷ এরপরেই পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে শুরু করে, ইট, পাথরের টুকরো, কাঁচের বোতল ৷ ব্যারিকেডের বাঁশ খুলে পুলিশের দিকে তেড়ে যেতেও দেখা যায় কয়েকজন বিজেপি সমর্থককে ৷ পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, করা হয় লাঠিচার্জ ৷ এলাকার বোমাবাজিও হয় ৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা (Santragachi clash) ৷ ভেঙে ফেলা হয় পুলিশ কিয়স্ক ৷ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ (clash between police and BJP supporters) ৷ অন্যদিকে, এদিন নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছেন কলকাতা পৌরনিগমের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.