TMC-BJP Clash in Nandigram: সমবায় নির্বাচনকে ঘিরে সংঘর্ষ নন্দীগ্রামে, আহত একাধিক - BJP
🎬 Watch Now: Feature Video
নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে তৃণমূল-বিজেপি (TMC-BJP Clash) সংঘর্ষ। আহত বেশ কয়েকজন দুই দলের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। তৃণমূলের অভিযোগ বিজেপি বহিরাগত লোকজনদের নিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। পালটা বিজেপির অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে মারধর করছে ও ভোট লুট করার চেষ্টা চালাচ্ছে। এই সমবায় সমিতির বারোটি আসনের ভোটগ্রহণ চলছে। ঘটনাস্থলে মোতায়েন হয়েছে র্যাফ কমবেট ফোর্স-সহ পুলিশ বাহিনী (TMC-BJP Clash in Nandigram)।