Baguiati Double Murder: বাগুইআটিতে অতনু'র বাড়িতে পৌঁছল সিআইডি, কথা বলল পরিবারের সঙ্গে - বাগুইআটিতে অতনুর বাড়িতে পৌঁছল সিআইডি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 7, 2022, 10:14 PM IST

বাগুইআটি জোড়া খুন কাণ্ডে (Baguiati Double Murder Case) জগৎপুর খাল ধারের বাসিন্দা অতনু দে-র বাড়িতে গেলেন সিআইডি আধিকারিকরা ৷ বুধবার সিআইডির আধিরকারিকদের সঙ্গে যান বিধাননগর পুলিশের সিপি সুপ্রতিম সরকারও। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বাগুইআটি জোড়া খুন কাণ্ডে ৷ সেই নির্দেশানুযায়ী তদন্তে হস্তক্ষেপও করেছে সিআইডি ৷ আর সে মতো এদিন গেলেন বাগুইআটিতে (CID Visists Atanu Deys House) ৷ সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেন তাঁরা বেশকিছুক্ষণ ধরে ৷ এরপর পৌঁছয় বাগুইআটি থানায় ৷ যে গাড়িটি নিয়ে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং দুই কিশোরকে খুন করেছিল, সেই গাড়িটি দেখেন সিআইডির আধিকারিকরা। তারপর থানার ভিতরে যান ও কথা বলেন কর্তব্যরত পুলিশ অফিসারদের সঙ্গে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.