Cattle Smuggling Case: গরুপাচারের তদন্তে বাগুইআটিতে সিআইডি তল্লাশি - গরুপাচারের তদন্তে বাগুইআটিতে সিআইডি তল্লাশি
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই, ইডি'র পাশাপাশি গরুপাচার মামলায় তৎপর রাজ্য পুলিশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিআইডি (CID investigation on Cattle Smuggling Case)। 2019 সালের 24 নভেম্বর রঘুনাথগঞ্জ থানায় গরুপাচারের একটি মামলা হয় । তার তদন্তভার নেয় সিআইডি । সেই মামলার তদন্তে নেমে দু'দিন আগে বাগুইআটি থানা এলাকার দশোদ্রোণে একটি অভিজাত আবাসনের নীচে এক মার্বেলের দোকানে শীল করে দেন সিআইডি আধিকারিকরা । সেই ঘটনায় শুক্রবার দ্বিতীয়বার সিআইডি আধিকারিকরা এই দোকানে হানা দেন (CID)। দোকান মালিকের খোঁজ করছেন তদন্তকারীরা ৷