Chhau dance: পুজোয় থাকা হয় না ছৌ-শিল্পীদের, আজ থেকেF পুজো শুরু অন্ডালের উখরাতে - আজ থেকে পুজো শুরু হল অন্ডালের উখরাতে
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুজোয় ছৌ-নাচ শিল্পীরা পাড়ি দেন ভিন জেলায় (Chhau artist)। মানুষকে আনন্দ দেন কিন্তু নিজেরা আনন্দ করতে পারেন না । সেজন্যই এদের দুর্গাপুজো শুক্লপক্ষে নয়, হয় কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই । এই পুজোয় নেই পুরোহিত ৷ পুজোয় পুরোহিতের ভূমিকায় থাকেন ছৌ-নাচের শিল্পীরাই । বৈষ্ণব মতে পূজিত হন মা দুর্গা । বছর পাঁচেক আগে ছৌ শিল্পীদের ভাবনা আসে পুজো করার । তারপর থেকেই মহা সমারোহে কৃষ্ণপক্ষে আরাধনা করা হয় দশভুজার । খুশির জোয়ার অন্ডালের উখড়ার পাঠক পাড়ায় । 15 দিন আগেই এলাকায় ছৌ শিল্পীদের দ্বারা অকাল দুর্গোৎসবের সুচনা হওয়ার কারনে খুশি এলাকাবাসীও ।