Minister Chandranath Singh: ‘দুর্নীতি করলে নিজের দায়িত্বে করুন, দল দায়িত্ব নেবে না’, বীরভূমের কর্মিসভা থেকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর - কর্মীদের দুর্নীতি না করার কঠোর বার্তা রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের
🎬 Watch Now: Feature Video
বীরভূমের কর্মিসভা থেকে দলীয় কর্মীদের দুর্নীতি না-করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের (Chandranath Singh controversial speech at workers meeting in Birbhum) ৷ এমনকী 2024 পর্যন্ত নেতা-কর্মীদের সংযত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি ৷ ইলামবাজারের ধরমপুর অঞ্চলে রবিবার কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল 21 জুলাইয়ের সমর্থনে ৷ সেই সভাতেই তিনি বলেন, "আগে যা করেছেন করেছেন, ভুলে যান ৷ 24 সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে ৷ আগামী দশ বছর রাজত্ব করতে গেলে দু’বছর রোজা রাখতে হবে, উপোস করতে হবে । দু’বছর কোনওরকম কাটমানি খাওয়া বা দুর্নীতি করা যাবে না, এমনটাই নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী ৷"
TAGGED:
Minister Chandranath Singh