ফিট হচ্ছেন চামারো,আই লিগ নিয়ে ছক সাজাচ্ছেন ভিকুনা - fixture is reason to think, kibu
🎬 Watch Now: Feature Video
ফিট হচ্ছেন সালভো চামারো । সবকিছু ঠিকঠাক চললে স্প্যানিশ স্ট্রাইকার চলতি সপ্তাহের শেষদিন বা নতুন সপ্তাহের শুরুতেই মাঠে নামবেন । যা মোহনবাগানের কোচ কিবু ভিকুনার কাছে স্বস্তির কারণ । আই লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে । সূচি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন মোহনবাগান কোচ ।