Smriti Irani : রাজ্য সফরে স্মৃতি ইরানি, করলেন রাম রাজ্যের প্রার্থনা - Smriti Irani

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 10, 2022, 10:37 PM IST

রবিবার তিনদিনের রাজ্যে সফরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ প্রথম দিন তিনি হাওড়ার রামরাজাতলা মন্দিরে প্রার্থনা করেন (Smriti Irani Prayed for the State of Ram) । এদিন হাওড়া ডুমুরজোলা এলাকায় মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে দলীয় সাংগঠনিক বৈঠকও করেন এই বিজেপি নেত্রী । বিজেপি সূত্রের খবর, 2024 সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বুথ ও মণ্ডল কর্মীদেরকে চাঙ্গা করার উদ্দেশ্যেই এদিন তিনি বৈঠক করেন । পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যে সকল বিজেপিকর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের ফের ঘুরে দাঁড়ানোর জন্য বলেন তিনি । বৈঠক সেরে এদিন তিনি সন্ধ্যায় রামরাজাতলা এলাকার রাম মন্দিরে পৌঁছে শ্রীরাম ঠাকুরকে পুজাে করেন তিনি ৷ সাংবাদিকদের স্মৃতি জানান, রাম রাজ্যের স্থাপনা ও সবার সঙ্গে যাতে ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এটাই তিনি কামনা করেছেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.