CBI Raid on Subodh Adhikari Flat: তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর লেকটাউনের ফ্ল্যাটেও সিবিআই হানা - চিটফান্ড মামলা
🎬 Watch Now: Feature Video
হালিশহরের বাড়িতে দু-দফায় হানা দেওয়ার পর চিটফান্ড মামলায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর লেকটাউনের ফ্ল্যাটে হানা সিবিআই'য়ের (CBI Raids Subodh Adhikaris flat at Lake Town) ৷ ধৃত হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই'য়ের আধিকারিকারা বেশ কয়েকটি নাম পান। তাঁদের মধ্যে অন্যতম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ভাই অর্থাৎ কাঁচরাপাড়া পৌরপ্রধান কমল অধিকারী ৷ সেই সূত্রেই আজ লেক টাউনে ভিআইপি রোডের দক্ষিণদাঁড়িতে একটি অভিজাত আবাসনে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ফ্ল্যাটটি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর ৷ তবে, সিবিআই হানার সময়ে আবাসনের সাত তলার সেই ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল ৷ দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষার পর সিবিআই আধিকারিকরা সেখান থেকে স্থানীয় লেকটাউন থানায় চলে যান ৷