Post Poll Violence Case : ভোট-পরবর্তী হিংসা মামলায় তারাপীঠের পূজারীকে জিজ্ঞাসাবাদ সিবিআই'য়ের - ভোট পরবর্তী হিংসা মামলা
🎬 Watch Now: Feature Video
ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে এবার তারাপীঠ মন্দিরের এক পূজারী (CBI Probe in Post Poll Violence Case)। শনিবার সকালে দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন তারাপীঠের পূজারী অচিন্ত্য ভট্টাচার্য । পরে তিনি জানান, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন তিনি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন ৷ সেই সূত্রেই তাঁকে এদিন ডেকে পাঠানো হয় ৷