Sukanta Majumdar on Anubrata : একবার গেলে সিবিআইকে ছেড়ে আসতেই চাইবেন না, অনুব্রতকে কটাক্ষ সুকান্তর - Sukanta Majumdar Anubrata Mandal News
🎬 Watch Now: Feature Video
"আর কতদিন পালিয়ে বাঁচবেন ? অত ভয়ের কিছু নেই", বীরভূমের জেলা সভাপতি তাবড় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি মজুমদার ৷ সিবিআই হাজিরা এড়াতে অনুব্রত উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বলে দাবি বিজেপি রাজ্য সভাপতির ৷ অনুব্রত মণ্ডলকে তাঁর উপদেশ, "একবার গেলে যাওয়ার অভ্য়েস হয়ে যাবে ৷ তখন বার বার যাবেন ৷ সিবিআই-কে ছেড়ে আসতেই চাইবেন না ৷ ওখানেই থেকে যাবেন ৷" দু'দিনের জেলা সফরে মেদিনীপুরে এসে তৃণমূলকে একহাত নিলেন সুকান্ত মজুমদার (BJP Sukanta Majumdar suggests TMC Anubrata Mandal to attend CBI) ।