Cooch Behar BJP Rally : পরেশ ও পার্থকে বরখাস্ত করার দাবিতে কোচবিহারে ধিক্কার মিছিল বিজেপির - Cooch Behar BJP Rally
🎬 Watch Now: Feature Video
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে কোচবিহারে ধিক্কার মিছিল করল বিজেপি (Cooch Behar BJP Rally)। বুধবার এই মিছিল কোচবিহার শহরে পরিক্রমা করে । পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কুশপুতুল দাহ করা হয় । বিজেপির কেন্দ্রীয় কমিটির-সহ সভাপতি বিধায়ক মালতি রাভা বলেন, "তৃণমূল আমলে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিতে ব্যপক দুর্নীতি হয়েছে । তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে বরখাস্ত করতে হবে ।"