Bangaon BJP Rally : বনগাঁর তৃণমূল নেত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে মিছিল বিজেপির - Bangaon BJP Rally

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 22, 2022, 10:51 PM IST

তৃণমূল নেত্রী তথা বনগাঁ দক্ষিণ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকারকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, এই দাবিতে রবিবার বনগাঁর গোপালনগর থানার নহাটা বাজারে প্রতিবাদ মিছিল করে বিজেপি (BJP protest rally in Bangaon against State Govt and TMC leader Alo Rani Sarkar) ৷ এই মিছিলে হাঁটেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস ৷ বিধায়ক স্বপন মজুমদার বলেন,"বিধানসভা ভোটে হেরে গিয়ে আলরানি সরকার আমার বিরুদ্ধে ইলেকশন পিটিশন করে ছিলেন । আদালত সেই মামলার রায় দিয়েছেন । সেখানে আলোরানি সরকার বাংলাদেশি প্রমাণ হয়েছে । এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আলোরানি সরকারকে গ্রেফতার করে বাংলাদেশে পুশ ব্যাক করা হোক ।" অন্যদিকে বিজেপির এই মিছিলকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, "ওদের লোক নেই, জন নেই ৷ মিছিল করছে । আইন আইনের পথে চলবে । স্বপন বাবুকেও জেলে যেতে হবে । জাল সার্টিফিকেট দিয়ে তিনি যে কাজ করেছেন সেটাও প্রমাণিত হবে ।" 2021 এর বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে 2 হাজার ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার । তার পর তিনি স্বপনবাবুর বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেন । যা ইতিমধ্যে খারিজ করেছে আদালত ৷ বিচারক জানিয়েছেন, বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানি সরকারের,তাই তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না । জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.