BJP Protest in Pathar Pratima: রাতের অন্ধকারে দুর্নীতির প্রমাণ নষ্টের অভিযোগ, অচিন্ত্যনগর পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপির - দুর্নীতির প্রমাণ নষ্ট
🎬 Watch Now: Feature Video
রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে দুর্নীতির তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ (Evidence of Corruption is Destroyed) উঠল তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে ৷ গোটা বিষয়টি জানাজানি হতেই রাত থেকে পঞ্চায়েত কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির (BJP) কর্মী সমর্থকরা (BJP Protest Against Corruption Allegation) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতে (Achintyanagar Gram Panchayat) ৷ স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে আলো জ্বলতে দেখা যায় ৷ কেন অত রাত পর্যন্ত পঞ্চায়েত অফিস খোলা ছিল, তা গ্রামবাসীরা বুঝতে পারছিলেন না ৷ গ্রামবাসীদের সন্দেহ হওয়ায়, পঞ্চায়েতের সামনে গিয়ে দেখা যায়, ভিতরে পঞ্চায়েতের আধিকারিক এবং তৃণমূলের (TMC) সদস্যরা রয়েছেন ৷ কিন্তু, বাইরে থেকে তালা মারা ৷ অত রাতে কীসের কাজ হচ্ছে, তা জানতে চাইলে কেউ কোনও জবাব দেননি বলে অভিযোগ ৷ বিষয়টি জানাজানি হতেই, পঞ্চায়েতের বাইরে স্থানীয় বিজেপি নেতৃত্ব জমায়েত করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ অভিযোগ করা হয়, দুর্নীতির তথ্যপ্রমাণ লোপাট করা হচ্ছে রাতের অন্ধকারে ৷ যদিও, গ্রাম পঞ্চায়েত সঞ্চালকের দাবি, শুক্রবার সকালে অডিট রিপোর্ট ব্লক উন্নয়ন দফতরে জমা দেওয়ার কথা ৷ সেই সংক্রান্ত কাজ করা হচ্ছিল ৷