BJP Nabanna Abhijan: ধরপাকড়ের মধ্যেই 'চোর-পুলিশ খেলে' দুর্গাপুর স্টেশনে বিজেপি কর্মীরা - BJP
🎬 Watch Now: Feature Video
বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) রুখতে জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে ৷ সোমবার থেকেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা অভিযোগ করছেন, বিজেপির নেতাকর্মীদের জেলা থেকে কলকাতা ও হাওড়ায় আসতে বাধা দিচ্ছে পুলিশ ৷ তাই দুর্গাপুরে পুলিশের সঙ্গে কার্যত 'লুকোচুরি খেলে' (BJP Workers Play Hide and Seek with Police) স্টেশনে ঢুকল বিজেপি কর্মীরা ৷ দুর্গাপুর ও পানাগড় স্টেশনে বেশ একাধিক বিজেপি কর্মী ঢুকে পড়ে হাওড়ায় আসার জন্য ৷ বিজেপির অভিযোগ মঙ্গলবার সকাল থেকেই তাদের নেতাকর্মীদের আটকাতে স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয় পুলশি ৷ চলে ব্যাপক ধড়পাকড় ৷ পানাগড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকেও দেওয়া হয় ৷