Hanskhali Rape Update : "মুখ্যমন্ত্রী দোষীদের মদত দিচ্ছেন", কলকাতায় এসেই মমতাকে তোপ বিজেপি সাংসদের - bjp team to visit hanskhali today
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15022884-thumbnail-3x2-kl.jpg)
বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছাল হাঁসখালিকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (bjp team to visit hanskhali today) ৷ পাঁচ সদস্যের এই দলে রয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা ভার্মা ৷ কলকাতা বিমানবন্দরে নেমে তিনি বলেন, "14 বছরের নাবালিকার গণধর্ষণ হয়েছে ৷ আর এখানকার সরকার যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি নির্যাতিতাকে সাহায্য না করে দোষীদের মদত দিচ্ছেন ৷ সমগ্র দেশের মহিলারা এর বিরোধিতা করছেন ৷" তিনি আরও বলেন, "আমরা সবাই এসেছি নাবালিকার পরিবারকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য (Rekha Verma on Hanskhali rape case) ৷