BJP Minority Leader Joins TMC : বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ সংখ্যালঘু নেতাদের - বোলপুর
🎬 Watch Now: Feature Video
বীরভূম জেলা বিজেপিতে বড় ভাঙন ৷ রবিবার অনুগামী এবং একাধিক শাখা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন এতদিন বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে থাকা সামাদ শেখ (BJP Minority Leader Samad Sheikh Joins TMC) ৷ তাঁর সঙ্গেই বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সব সদস্য এদিন দলবদল করেন ৷ রবিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ৷ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হাত থেকে দলের পতাকা গ্রহণ করেন সামাদ ও তাঁর অনুগামীরা ৷ সামাদের বক্তব্য, বিজেপিতে যোগ্য মানুষের কোনও কদর নেই ৷ সেই কারণেই তৃণমূলে এসেছেন তাঁরা ৷