Arjun Singh : দাদা যেই ফুলে, আমরাও সেই ফুলে ! সাফ জানালেন অর্জুন অনুগামীরা - If Arjun Singh joins TMC
🎬 Watch Now: Feature Video
এক্কা না দোক্কা ? কোন ফুলে অর্জুন সিং ? ক্যামাক স্ট্রিটে গিয়ে ফুলবদলের জল্পনা তু্ঙ্গে চড়িয়েছেন বিজেপি সাংসদ ৷ ঠিক সেই সময় 30 কিলোমিটার দূরে শান্ত অর্জুন অনুগামীরা ৷ ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই নাকি আগেই ভবিষ্যৎ জেনে গিয়েছেন ভাটপাড়া, জগদ্দলের বিজেপি সমর্থকরা ? 2019 সালে অর্জুনের সঙ্গেই ফুল বদলেছিলেন তাঁরাও ৷ সঞ্জয় সিং, রাকেশ সিং-দের স্পষ্ট জবাব, ‘‘দাদাকে দেখে তৃণমূল করতাম ৷ দাদাকে দেখে বিজেপিতে এসেছি ৷ দাদা যেখানে, আমরাও সেখানে (If Arjun Singh joins TMC, his supporters too) ৷’’
Last Updated : May 22, 2022, 5:47 PM IST