Prophet Remarks Row: হাওড়ায় অশান্তির জন্য মুখ্যমন্ত্রীই দায়ী! তোপ বিজেপি নেত্রীর - হাওড়া
🎬 Watch Now: Feature Video
পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে অশান্তি ছড়িয়েছে বাংলাতেও ৷ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় সংঘর্ষের ঘটনা (Howrah Chaos) ঘটছে ৷ এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই (Mamata Banerjee) দায়ী করেছেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) ৷ তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হাওড়ায় অশান্তি ছড়িয়েছে ৷ প্রতিবাদীদের তাঁর বলা উচিত ছিল, কোথাও অশান্তি হতে দেবেন না ৷ কিন্তু, তিনি তা বলেননি ৷ বদলে সকলকে দিল্লি গিয়ে অশান্তি করতে বলছেন ৷ কেন? দিল্লি কি ভারতের বাইরে?" প্রসঙ্গত, শনিবার ঘটনাস্থলে যাওয়ার পথে ধূলাগড়ে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের গাড়ি আটকায় হাওড়া সিটি পুলিশ ৷ পুলিশের এই আচরণে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা ৷