Arjun Singh Rejoins TMC : সরল মোদি-নাড্ডার ছবি, অর্জুনের এলাকায় রইল না পদ্মের চিহ্ন - অর্জুন সিং ফিরে এলেন শাসক শিবিরে
🎬 Watch Now: Feature Video
সব জল্পনার অবসান ঘটিয়ে পদ্মপাট চোকালেন অর্জুন সিং ৷ ফিরে এলেন ঘাসফুল শিবিরে ৷ রবিবার বিকেলে অর্জুন সিং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৷ ঠিক সেইসময়ই জগদ্দল মেঘনা মোড় এলাকায় অর্জুনের বাড়ি-সহ এলাকা থেকে সরানো হল বিজেপির পতাকা (BJP flags move out from Jagatdal area after Arjun Singh Rejoins TMC) । তিনি যে পার্টি অফিসে বসতেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জেপি নাড্ডার ছবি, ফেস্টুনও ছিঁড়ে ফেলা হল ৷ ঘাসফুলে যোগদান করে এদিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে অর্জুনের মুখে ৷