Ajay Bhatt in Asansol : কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে নামই ভুল বললেন বিজেপির জেলা সম্পাদক ! - BJP District Secretary made blunder while welcoming central minister

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 14, 2022, 9:52 PM IST

মোদি সরকারের আট বছরপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা ও পর্যটন প্রতিমন্ত্রী অজয় ভাট (BJP District Secretary made blunder while welcoming central minister) । সোমবার এবং মঙ্গলবার তিনি আসানসোলে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন । মঙ্গলবার দুপুরে তিনি আসানসোলের রবীন্দ্রনগর এলাকায় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দলীয় অফিসে যান। আর সেখানেই তাঁকে স্বাগত জানাতে গিয়ে স্লোগানে তাঁর নামই ভুল বলে ফেললেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় । এদিন গাড়ি থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট নামতেই মন্ত্রীর নামের জয়ধ্বনি দিতে গিয়ে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "সুরেশ জি স্বাগতম"। থমকে যান অজয় ভাট । আশেপাশের বিজেপি নেতারা বাপ্পা চট্টোপাধ্যায়কে ভুল ধরিয়ে দেন । তারপরে অবশ্য বাপ্পা চট্টোপাধ্যায় ঠিক স্লোগান দেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.