BJP Agitation In Cooch Behar : হাঁসখালি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কোচবিহারে থানায় বিক্ষোভ বিজেপি'র - BJP Agitation In Cooch Behar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15021353-thumbnail-3x2-has.jpg)
হাঁসখালি ধর্ষণকাণ্ডে কোচবিহারের ধিক্কার মিছিল করে বিজেপি (BJP Agitation In Cooch Behar)। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নেতৃত্বে বৃহস্পতিবার কোচবিহার শহরের ধিক্কার মিছিলের পাশাপাশি কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয় । বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, "গোটা রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে । একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে যেভাবে নারীদের ধর্ষণ হচ্ছে তার নিন্দা জানানোর ভাষা নেই।"
TAGGED:
BJP Agitation In Cooch Behar