Biren Basak : সম্মান জানাতে শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন বিশ্বকবির প্রতিচ্ছবি - Biren Basak
🎬 Watch Now: Feature Video
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক(Biren Basak) । নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ৷ এর আগেও তিনি একাধিক কৃতি ব্যক্তির প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছেন । তিনি রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও একাধিক সরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন । কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন নদিয়ার শান্তিপুর ফুলিয়ার এই তাঁতশিল্পী । এ বিষয়ে বীরেন বসাক বলেন, "যেহেতু 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই কারণে তাঁকে শ্রদ্ধা জানাতেই শাড়ির মধ্যে তাঁর প্রতিচ্ছবি তুলে ধরলাম ।" শাড়ির উপর অসাধারণ এই নিখুঁত কাজের জন্যই ফুলিয়া ও শান্তিপুরের শাড়ি জগৎবিখ্যাত ।
Last Updated : May 9, 2022, 10:22 AM IST
TAGGED:
Biren Basak