Durgapur Sindur Khela: বিষাদের বাদ্যি সর্বত্র, সিঁদুর খেলায় মাতল দুর্গাপুর - দশমীর সকাল
🎬 Watch Now: Feature Video
দশমীর সকাল থেকেই বিষাদের বাদ্যি বাজছে বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজো মণ্ডপে । মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায় । মা দুর্গাকে বরণ করে সবার একটাই প্রার্থনা আবার এসো মা ৷ সবার মঙ্গল কামনায় সকাল থেকেই মন্দির থেকে শুরু করে মণ্ডপে ভিড় জমিয়েছেন সকলে (Bijaya Dashami Celebration in Durgapur) ।