BGSP Rally : কেয়া হুয়া তেরা ওয়াদা...রফির সুরে অমিত শাহকে খোঁচা বিজিএসপির - Darjeeling Rally Agianst Shah
🎬 Watch Now: Feature Video
"কেয়া হুয়া তেরা ওয়াদা, উয়ো কসম, উয়ো ইরাদা"। এবার বলিউড সিনেমা 'হম কিসিসে কম নেহি' সিনেমায় মহম্মদ রফির গাওয়া বিখ্যাত গানের লিরিকস টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে খোঁচা ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের । কালিম্পংয়ের পর এবার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে দার্জিলিংয়ে মিছিল বার করে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ (Bharatiya Gorkha Suraksha Parishad rally in darjeeling) । মিছিলটি দার্জিলিং টাউন এলাকা পরিক্রমা করে স্টেশন পর্যন্ত যায়। এর আগে কালিম্পংয়ে অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে মিছিল করেছিল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ । এবার দার্জিলিংয়ে ওই কর্মসূচি পালন করলেন তাঁরা ।