Sachin Tendulkar: ব্যাট-বলের মতো গানও পরম বন্ধু সচিনের - মাস্টার সচিন
🎬 Watch Now: Feature Video
ক্রিকেট ব্যাট আর সচিন তেন্ডুলকর, সকল ভারতীয় কাছে দু’টোই সমার্থক ৷ আর খোদ ক্রিকেট ঈশ্বরের কাছে ! তাঁর কাছে ব্যাট-বলের সঙ্গে গানটাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ (Bats and Music Lifetime Combo for Sachin Tendulkar) ৷ টুইটারে মাস্টার ব্লাস্টার তাঁর ব্যাটের গ্রিপ পরিষ্কার করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেই ভিডিয়োর ব্যাক গ্রাউন্ডে বাজছে 'ইয়ে ভিগা ভিগা মৌসম, ইয়ে ভিগি ভিগি রাহে...' ৷ এনিয়ে সচিন জানান, তাঁর জীবনে ক্রিকেটের সঙ্গে, গানটাও খুব জরুরি ৷ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মহম্মদ রফি, কিশোর কুমার এবং বর্তমানের সব শিল্পীর গান শোনেন তিনি ৷ সেই সঙ্গে এও জানালেন, ব্যাটের গ্রিপে আঁঠালো ভাব থাকলে, তাঁর সুবিধা হয় ৷ তাই তিনি ব্যাটের গ্রিপ সামান্য সাবান দিয়ে পরিষ্কার করে নেন ৷ তবে, এটি ব্যাটের গ্রিপের জন্য আবশ্যক নয় ৷ এই পদ্ধতি সম্পূর্ণ সচিন তেল্ডুলকরের নিজস্ব টোটকা ৷
Last Updated : Sep 14, 2022, 6:30 PM IST