Apu Biswas: অপুর কাছে কলকাতা মানে ফুচকা আর মাটির ভাঁড়ে চা ! - কালী পূজা
🎬 Watch Now: Feature Video
এপার বাংলার কালীপুজোর (Kali Puja 2022) মুখ ওপার বাংলার অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas) ৷ সেই উপলক্ষেই প্রখ্য়াত শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিয়োয় সারলেন ফোটোশ্যুট (Photo Shoot)। ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, কলকাতা শহর তাঁর ভীষণ ভালোবাসার এক জায়গা ৷ তাঁর কাছে কলকাতা মানে ফুচকা আর মাটির ভাঁড়ে চা ! আর কী বললেন অভিনেত্রী ?