Durga Puja 2022: বাস্তবের দুর্গা এবার পুজোর মণ্ডপে, বাগুইআটির বন্ধুমহলে 'ভাগাড়ের মা' - Baguiati Bandhumahal Celebrates Their Puja
🎬 Watch Now: Feature Video
নদিয়ার অজপাড়া গাঁয়ের সামান্য গৃহবধূ পাপিয়া রায়। কর্মগুণে তিনি অসামান্যা। কারণ, রাস্তায় কোনও বাচ্চা পড়ে রয়েছে দেখলে ছুটে গিয়ে কোলে তুলে নেন। আদর করেন। যত্নে খাওয়ান। অবহেলায় কোনও বৃদ্ধা স্টেশনে পড়ে রয়েছে শুনলে ছুটে যান। স্নেহমাখা হাতে তাঁকেও খাইয়ে দেন। বাঁচার স্বপ্ন দেখান। জাত-ধর্ম বিচার না করে এভাবেই ছুটে যান পাপিয়া। তাই তাঁকে সকলে নাম দিয়েছেন 'ভাগাড়ের মা ৷' কারণ, তাঁর কাছে কোনও বাছবিচার নেই। মানুষের সেবায় পরম ধর্ম। আর তাঁকেই এবার পুজো মণ্ডপে তুলে ধরেছে বাগুইআটির বন্ধুমহল (Baguiati Bandhumahal Celebrates Their Puja)। সমস্ত মণ্ডপে রয়েছে বাস্তবতার ছোঁয়া (Durga Puja 2022)। এছাড়াও তাদের দেবী প্রতিমা এবার সম্পূর্ণ কাঠের।