Puja Parikrama : সাবেকিয়ানা সঙ্গে নিয়ে 103 বছর পার বাগবাজার সর্বজনীনের - দুর্গা পূজা
🎬 Watch Now: Feature Video
উত্তর কলকাতার বাগবাজারের দুর্গাপুজো মানে সাবেকিয়ানা আর ঐতিহ্য ৷ বাগবাজারের পুজো এবার 103 বছর পূর্ণ করল ৷ পুরনো এবং নতুনের মেলবন্ধন দেখা যায় বাগবাজার সর্বজনীনের পুজোয় ৷ বুধবার ছিল অষ্টমী ৷ তিথি মেনে সকাল থেকেই শুরু হয় অষ্টমীর অঞ্জলি ৷ আর অঞ্জলির সময় মণ্ডপের বাইরে অনেক সাধারণ মানুষও জড়ো হন ৷ করোনার বিধিনিষেধ কার্যকর থাকলেও তাতে ভিড় আটকানো যায়নি ৷ পুজোর সাক্ষী থাকতে হাজির হন হাজার হাজার মানুষ ৷
Last Updated : Oct 13, 2021, 5:59 PM IST