কান্দি বিধানসভার মাধুনিয়ায় বুথের কাছে উদ্ধার বস্তাবন্দী লাঠি - kandi
🎬 Watch Now: Feature Video
কান্দি বিধানসভার মাধুনিয়ায় ১৪৫, ১৪৬, ১৪৭ নম্বর বুথের ৫০০ মিটার দূরে থেকে উদ্ধার হল বস্তাবন্দী লাঠি । পুলিশের প্রাথমিকভাবে অনুমান , ভোটে অশান্তি করার জন্য এই লাঠি মজুত করা হয়েছিল । আজ সকালে ভোট কেন্দ্র থেকে ৫০০ মিটার দূরে কয়েকজন বহিরাগতর জমায়েত দেখতে পায় কংগ্রেস কর্মীরা । তারাই পুলিশে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । তাদের দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা । তারপরই উদ্ধার হয় বস্তাবন্দী লাঠি । দেখুন ভিডিয়ো...