TMC Leader Attack: রামপুরহাটে ফের তৃণমূল নেতার উপর বোমা, এবার জখম প্রাক্তন উপ-পৌরপ্রধান - Attack on TMC Leader In Rampurhat
🎬 Watch Now: Feature Video
ফের ভাদু শেখ ঘটনার ছায়া রামপুরহাটে । বগটুই থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বোমা ও বাঁশের আঘাতে গুরুতর জখম তৃণমুল কংগ্রেসের রামপুরহাট পুরসভার প্রাক্তন উপ-প্রশাসক (TMC Leader Attacked in Rampurhat) । জখম তৃণমুল কংগ্রেস নেতার নাম আব্বাস হোসেন । তাঁকে জখম অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে । রাতে তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা । এরপর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । এলাকার একটি কংক্রিটের নালা নির্মাণকে কেন্দ্র করে বিবাদের জেরে তাঁর উপরে চড়াও হয় অভিযুক্তরা ।