ATM Robbery : সিসি ক্যামেরায় স্প্রে করে ব্যাঙ্কের এটিএমে ডাকাতি - ATM ROBBERY CASE IN DURGAPUR
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের অন্ডালের কাজোড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল (ATM Robbery Case at Durgapur)। ঘটনা বিবরণে এসবিআই ম্যানেজার চন্দন কুমার জানান, আনুমানিক রাত সাড়ে ন'টার সময় এই এটিএম থেকে 13,000 টাকা কোনও এক গ্রাহক তুলেছিলেন তারপরেই এই ঘটনা ৷ এটিএমের মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে সিসি ক্যামেরা ঢেকে সমস্ত টাকা ডাকাতি করে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ ৷ আনুমানিক 30 লক্ষ টাকার ডাকাতি হয়েছে বলে খবর ৷ তবে সিসি ক্যামেরায় আগে স্প্রে করে যে কায়দায় দুষ্কৃতীরা ডাকাতি করেছে, তাতে মনে করা হচ্ছে যে দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক এই কাজ করেছে ৷