Bikaner Guwahati Express Accident : ময়নাগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ রেলমন্ত্রীর - ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে রেলমন্ত্রী
🎬 Watch Now: Feature Video
প্রশাসনের ব্যবস্থাপনায় খুশি বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় (Bikaner-Guwahati Express Accident) আহত যাত্রীরা ৷ শুক্রবার ময়নাগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে সম্মুখ সাক্ষাতের পর একথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw Hospital Visit) ৷ এদিন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল-সহ দু’টি হাসপাতালে যান তিনি ৷ এই দু’টি চিকিৎসাকেন্দ্রেই রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে ৷ তাঁদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷