HS Result 2022 : উচ্চমাধ্যমিকে দশম অশ্মি চৌধুরী ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান - HS Result 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15524190-thumbnail-3x2-hs.jpg)
মাধ্যমিকে ষষ্ঠ স্থান । উচ্চমাধ্যমিকে দশম । মেধা তালিকায় এভাবেই নিজের কৃতিত্ব ধরে রেখে সুনাম বজায় রাখল অশোকনগর বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রী অশ্মি চৌধুরী (HS Result 2022) । উচ্চমাধ্যমিকে এবছর দশম স্থান অধিকার করেছে মোট 69 জন । তারমধ্যে রয়েছে অশ্মি চৌধুরীর নামও । মেধাবী এই ছাত্রীর প্রাপ্ত নম্বর 489 । তাঁর সাফল্যে এখন খুশির হাওয়া পরিবারে । ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় । অশ্মি বলে, "মাধ্যমিকে 687 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম । উচ্চমাধ্যমিকে 489 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করতে পেরে খুব ভাল লাগছে । পড়াশোনার পাশাপাশি গান, রান্না এবং গল্পের বই পড়তে খুব ভাল লাগে ।"