Asansol Sangeet mela : বাংলা গানের গরিমা ধরে রাখতে আসানসোলে গান মেলা - asansol sangeet mela 2022
🎬 Watch Now: Feature Video
বাংলা গানের গরিমা ধরে রাখতে আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়েছে সঙ্গীত মেলার । চলতি সপ্তাহের শনিবার এবং রবিবার এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয় । মেলায় 120 জন শিল্পী সংগীত পরিবেশন করেন । করোনা শেষে দীর্ঘদিন পর মঞ্চে অনুষ্ঠান করতে পেরে খুশি শিল্পীরাও (Asansol Sangeet Mela 2022) ৷
TAGGED:
asansol sangeet mela 2022