Municipal Elections 2022 : আসানসোলে বিজেপির ইস্তাহারে জিতেন্দ্রর অসমাপ্ত স্বপ্নের প্রতিফলন - Asansol Municipal Election BJP Manifesto
🎬 Watch Now: Feature Video
সকালে তৃণমূল আর রাতে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হল । বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, 2022-এর আসানসোল পৌরনির্বাচন জিতে বিজেপি পৌরবোর্ড গঠন করলে প্রতিটি ওয়ার্ডে ফি বছর 3 হাজার মিটার করে নতুন ঢালাই রাস্তা নির্মাণ করা হবে । 1 হাজার মিটার নতুন নর্দমা তৈরি হবে । বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে । তিন মাস অন্তর মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চল্লিশোর্ধ্ব ব্য়ক্তিদের বছরে দু'বার বিনামূল্যে সুগার টেস্ট, সামর্থ্যহীন ব্যক্তির নিখরচায় ছানি অপারেশন এবং প্রতিটি বাসস্ট্যান্ডে মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টারের প্রতিশ্রুতি দিল আসানসোল বিজেপি (Asansol Municipal Election BJP Manifesto) ।