Arjun Singh on Jute Industry : 9 মে কেন্দ্র-রাজ্য বৈঠক পর্যন্ত অপেক্ষা, পাটশিল্পের হাল ফেরাতে হুঁশিয়ারি অর্জুনের - Jute Industry
🎬 Watch Now: Feature Video
পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং বস্ত্র সচিবের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন অর্জুন সিং ৷ তবে, আগামী 9 মে পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন তিনি (Arjun Singh Says He will Wait Till 9th May Meeting on Jute Industry Issue) ৷ তার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি ব্যারাকপুরের সাংসদের ৷ সূত্র বলছে, পাটশিল্প ও চটকল সমস্যা নিয়ে আগামী 9 মে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে ৷ সেই বৈঠকে হাজির থাকবে রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক ও পাট শিল্পের প্রতিনিধিরা ৷ নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বললেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং মন্ত্রকের সচিবের দু’জনের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে তাঁর ৷ 9 মে’র বৈঠক নাকি তারই ফল ৷