Tapan Kandu Murder Case: তপন কান্দুর শেষযাত্রায় পুলিশকে পাথর ছোড়ার মামলায় অভিযুক্তদের হাজিরা - কংগ্রেস নেতা নেপাল মাহাতো
🎬 Watch Now: Feature Video
গত 14 মার্চ তপন কান্দুর দেহ নিয়ে (Tapan Kandu Murder Case) মিছিল করার সময় ঝালদা পুরোনো থানায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তপন কান্দুর ছেলে দেব কান্দু, ভাইপো মিঠুন কান্দু, কংগ্রেস নেতা নেপাল মাহাতো-সহ 15 জনের নামে। বৃহস্পতিবার অর্থাৎ, 22 সেপ্টেম্বর জামিনের আবেদনের জন্য পুরুলিয়া জেলা আদালতে হাজিরা দেন সকলেই (Appearance of Accused in Case of Stones Thrown to Police)। এদিন এই বিষয়ে নেপাল মাহাত জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সবাই জানে তপন কান্দু কীভাবে খুন হয়েছেন। তখন পুলিশের ওপর অনেকের রাগ ছিল। অন্য কেউ কিছু করে থাকতে পারে কিন্তু তারা ওই ঘটনার জন্য দায়ী নন কোনওভাবেই। নেপাল মাহাত ছাড়াও সিপিআইএম নেতা, কাউন্সিলর, তপন কান্দুর ছেলে, ভাইপো-সহ মোট 15 জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।