"যোগী আদিত্যনাথ ক্রিমিনাল, অমিত শাহ বাংলা লুট করতে এসেছেন’’ - যোগী আদিত্যনাথ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9458171-528-9458171-1604676354269.jpg)
অমিত শাহ এখানে বেড়াতে এসেছেন ৷ এখানে ভোট করাতে নয় লুটতে এসেছেন ৷ এই ভাষাতেই অমিত শাহ-র পশ্চিমবঙ্গ সফরকে বর্ণনা করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ তিনি BJP-কে কটাক্ষ করে বলেন, ‘‘ যোগী আদিত্যনাথ ক্রিমিনাল ৷ আবার বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা করছে ৷ রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না ৷ এই মিথ্যাবাদী দলটার কথা কেউ শোনে না ৷ ’’