বীরভূমিতে বিচরণ দিনভর, তৃণমূলকে অমিত-হুংকার - কৃষক পরিবারে আহার থেকে জনসভায় তৃণমূলকে নিশানা অমিতের
🎬 Watch Now: Feature Video
লক্ষ্য বিধানসভা নির্বাচন । রাজ্যে পদ্মে জোয়ার আনতে 2 দিনের সফরে এসেছেন বিজেপির চাণক্য অমিত শাহ ৷ বায়ুসেনার কপ্টারে মেদিনীপুর পৌঁছে যান সিদ্ধেশ্বরী মন্দির ও কর্ণগড় মন্দির ৷ সেখানে পুজো দেন তিনি ৷ শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দেন । দাওয়ায় বসে আহার সারেন এক কৃষক পরিবারে ৷ দুপুরের খাওয়ার পর মেদিনীপুরের জনসভা থেকে তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ । সভার ভিড় দেখেও খুশি বিজেপি নেতৃত্ব । শুভেন্দু অধিকারীকে সঙ্গী করে রাজ্যে পরিবর্তনের আওয়াজ আরও জোরালো হল বলে দাবি তাঁদের ৷
Last Updated : Dec 19, 2020, 10:59 PM IST