Santipur Municipality : আবাস যোজনার টাকা দুর্নীতির অভিযোগ, শান্তিপুর পৌরসভা ঘেরাও স্থানীয়দের - আবাস যোজনার টাকা দুর্নীতির অভিযোগ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 13, 2022, 7:53 PM IST

আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছেন পুরনো কাউন্সিলর । এখনো ঘরের টাকা নিয়ে দালালি চলছে । এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার শান্তিপুর পৌরসভার (Santipur Municipality) সামনে বিক্ষোভ দেখালেন 5 নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ দীর্ঘদিন আগে সরকারি আবাস যোজনার ঘর পেলেও টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেনি তাঁরা (Allegations of Corruption in Abas Yojana Scheme Money at Santipur)। ওই ওয়ার্ডের কাউন্সিলর মাধব সরকার অ্যাকাউন্ট বই নিয়ে এবং সই করিয়ে সব টাকা তুলে নিয়েছে । শুধু তাই নয় দীর্ঘদিন ধরে ঘর তৈরি শুরু হলেও তা অসম্পূর্ণ না হয় পরে রয়েছে । টাকা না ঢোকার কারণে এই সমস্যা বলে জানাচ্ছেন তাঁরা । কিন্তু কীভাবে আবাস যোজনার প্রাপকদের টাকা অ্যাকাউন্ট থেকে অন্যরা তুলে নিতে পারে । এই অভিযোগ নিয়ে এদিন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে একটি লিখিত ডেপুটেশন দিতে আসেন তাঁরা । কিন্তু এদিন পৌরপতি পৌরসভায় না থাকায় তাঁর কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.