KMC Election 2021 : আক্রান্ত 23 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - KMC Election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13951588-thumbnail-3x2-bjp.jpg)
কলকাতা পৌরভোটে 23 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ওঝাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (attack on bjp candidate of 23 no ward in KMC election, allegation against TMC) ৷ আক্রান্ত প্রার্থী জানিয়েছেন, তৃণমূল বুথ দখল করছিল, তার প্রতিবাদ করায় তিনি আক্রান্ত হন ৷ বিজয় ওঝার কটাক্ষ,"এর থেকে ভোট না করিয়ে সার্টিফিকেট দিয়ে দিতে পারত ৷"
TAGGED:
KMC Election 2021