Alia-Ranbir tied knot in Mumbai: গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর - alia ranbir tied the knot in mumbai
🎬 Watch Now: Feature Video
অবশেষে তাঁরা বিয়ে করলেন ৷ শুরু করলেন একসঙ্গে পথচলা ৷ বৃহস্পতিবার দুপুরে বিয়ে সম্পন্ন হল রণবীর কাপুর-আলিয়া ভাটের (Alia Bhatt Ranbir Kapoor Wedding)। বিয়ের পরেই একে অপরের হাত ধরে ফটোশ্যুট করতে দেখা গেল সুপারস্টার নবদম্পতিকে । এদিন অফ হোয়াইট শেরওয়ানিতে রণবীর ও শাড়িতে আলিয়াকে লাগছিল দুর্দান্ত ৷ আলিয়া এদিন যে শাড়িটি পড়েছিলেন, তার মধ্য়ে ছিল সোনালী কারুকার্য ৷ বিয়ের পর ভক্তদের নিরাশ না-করে শেষে রকস্টার রণবীর কাপুর কোলে করে বাড়িতে নিয়ে যান দুলহন আলিয়াকে ৷ এদিন কাপুর বাড়ির চত্বরে ছিল লক্ষাধিক মানুষের ভিড় ৷ তবে সূত্রের খবর, আগামী 16 এপ্রিল রণবীর এবং আলিয়ার রিসেপশন হবে মহা ধুমধাম করে ৷ যেখানে বলিউডের বিশিষ্ট অভিনেতা ছাড়াও উপস্থিত থাকবেন নেতা মন্ত্রীরা ৷