"TMC সিরিয়াল কিলার", রানিগঞ্জ থানা ঘেরাও অগ্নিমিত্রা পালের - রানীগঞ্জ থানা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 2, 2020, 8:06 PM IST

দলীয় কর্মী খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি BJP-র । সম্প্রতি কল্যাণীর গয়েশপুরের একটি আমবাগানে গাছের ডাল থেকে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তারপরই পুলিশি নিষ্ক্রিয়তা ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় । সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান রাজ্যের BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল । রানিগঞ্জের বিভিন্ন এলাকায় চলছে অসামাজিক কাজকর্ম এই অভিযোগ তোলেন তিনি । যদিও রানিগঞ্জ থানার পুলিশ প্রথম থেকেই গেট বন্ধ করে রাখে । পরে থানায় স্মারকলিপি তুলে দেওয়া হয় BJP-র তরফে । অগ্নিমিত্রা পাল বলেন " TMC সিরিয়াল কিলার ৷ আর পুলিশকে একসময় বলা হত সমাজের বন্ধু ৷ এখন তাঁরা দুষ্কৃতীতে পরিণত হয়েছে । পুলিশ মহলে পচা মাল ঢুকে যাওয়ায় এখন সিস্টেমটাই খারাপ হয়ে গেছে । ’’

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.