Hindustan petroleum bottling plant: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে লরি চালকদের বিক্ষোভ দুর্গাপুরে - agitation of lorry drivers breaks out in Panagarh Hindustan petroleum bottling plant
🎬 Watch Now: Feature Video
একগুচ্ছ দাবিকে সামনে রেখে সোমবার সকাল থেকে পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ দেখান লরি চালকেরা (Agitation of lorry drivers breaks out in Panagarh Hindustan petroleum bottling plant)। সোমবার সকাল থেকেই কারখানার ভিতরে সমস্ত লরি ঢুকতে বাধা দেন চালকেরা । ফলে সকাল থেকেই বটলিং প্ল্যান্টে গ্যাস সিলিন্ডার লোডিং বন্ধ হয়ে পড়ে । লরি চালকদের দাবি, যে বেতন তাদের দেওয়া হয়, তা অত্যন্ত কম । দ্রুত বেতন বৃদ্ধির পাশাপাশি কারখানা থেকে বেরনোর পর সঠিক পরিমাণে খাবারের খরচ-সহ কারখানার বাইরে গাড়ি রাখার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থার দাবি নিয়ে সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় প্রায় 30 জন লরি চালক । লরি চালকদের বিক্ষোভের জেরে ব্যাহত হয় কারখানার উৎপাদনের কাজ ।