Agitation in Kakdwip: গ্রামে জাঁকিয়ে বসেছে বে-আইনি লগ্নিসংস্থা, বিক্ষোভে উত্তাল কাকদ্বীপের গ্রাম - Agitation breaks out in Kakdwip

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 4, 2022, 6:36 PM IST

চিটফান্ড মামলায় যখন রাজ্য রাজনীতির সরগরম তখন কাকদ্বীপে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ কাকদ্বীপের হারুড পয়েন্টে কোস্টাল এলাকায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলত জীবন জ্যোতি নামে একটি বেসরকারি লগ্নীসংস্থা। স্থানীয় মানুষদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফুলেফেঁপে উঠেছিল জীবন জ্যোতি। এলাকার দেবাশিস মাইতি নামে এক ব্যক্তি ওই লগ্নীসংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলে দাবি করত। সাধারণ বাসিন্দাদের কাছ থেকে 200 থেকে 500 টাকা করে নিয়ে চলত ওই ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, যখন ম্যাচিউরিটি সময় আসে তখন মিথ্যা আশ্বাস দিতে থাকে দেবাশিস। তার বিরুদ্ধে কয়েক মাস আগে কাকদ্বীপে হারুড পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ করেন গ্রামবাসীরা। কিন্তু কোনওরকম সুরাহা হয়নি। তাই রবিবার টাকা ফেরতের দাবিতে ওই বেসরকারি লগ্নিসংস্থার অফিসের সামনে বিক্ষোভ সামিল হন গ্রামবাসীরা (Agitation breaks out in protest of money laundering)। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে দেবাশিস মাইতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.