Shapoorji Shukhobrishti Newtown : টাকা দিয়ে 3 বছর পেরিয়ে গেলেও মিলছে না ফ্ল্যাট, সাপুরজিতে বিক্ষোভ - সাপুরজিতে ফ্ল্যাট মালিকদের বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
কয়েক লক্ষ টাকা দিয়ে বুকিংয়ের পরও ফ্ল্যাট হাতে না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কেন দেওয়া হচ্ছে না ফ্ল্যাট, কেন এতদিন ধরে ফ্ল্যাট তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে না সেই প্রশ্ন তুলে নিউটাউন সাপুরজি সুখবৃষ্টি (Shapoorji Shukhobrishti Newtown) আবাসনে ফ্ল্যাটমালিকরা বিক্ষোভ দেখান । অবিলম্বে ফ্ল্যাট হস্তান্তর করার দাবিতে স্লোগান দিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সাপুরজি সুখবৃষ্টি আবাসনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন (Agitation at Shapoorji Pallonji Shukhobrishti Housing Complex over delay distribution of flats) ৷